Skip to content

শিক্ষাশ্রী স্কলারশিপ (2024-25): ৪টি পয়েন্টস যা আপনার জানা উচিত

শিক্ষাশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের অনগ্রসর (SC/ST) শ্রেণীর তরুণ ছাত্র-ছাত্রীদের দেওয়া একটি অনুদান। এটি একটি অর্থনৈতিক সহায়তা যা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়া ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়।

এই আর্থিক সহায়তা আগে দুটি শ্রেণীতে দেওয়া হত, “Books Grant” এবং “Maintainance Grant”। পরে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এই দুটি আর্থিক সহায়তা স্কিম একই স্কিমের আওতায় নিয়ে আসে এবং এর নাম দেয় শিক্ষাশ্রী স্কলারশিপ স্কিম।

ADVERTISEMENT

এই আর্টিকেলটিতে, আপনি শিক্ষাশ্রী স্কলারশিপ প্রকল্প সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী স্কলারশিপ কি

স্কলারশিপের নামশিক্ষাশ্রী স্কলারশিপ
কে দেয়পশ্চিমবঙ্গ সরকার
কারা পাবেপশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রী (৫ – ৮ম শ্রেণী)
পরিমানবছরে ৮০০ টাকা অব্দি
উদ্দেশ্যঅনগ্রসর শ্রেণীর নিম্ন আয়ের পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা

শিক্ষাশ্রী স্কলারশিপের যোগ্যতা

শিক্ষাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদন করার জন্য,

  1. শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  2. শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  3. ছাত্র/ছাত্রী কে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো স্কুলে বর্তমানে ৫ থেকে ৮ ম শ্রেণীতে পড়াশোনা করতে হবে।
  4. ছাত্র/ছাত্রীর রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অন্য কোন আর্থিক সহায়তা পাওয়া চলবেনা।

ADVERTISEMENT

শিক্ষাশ্রী স্কলারশিপের পরিমান

শ্রেণীপরিমান
পঞ্চম শ্রেণীRs. ৫০০ প্রতি বছর
ষষ্ঠ শ্রেণী Rs. ৬৫০ প্রতি বছর
সপ্তম শ্রেণীRs. ৭০০ প্রতি বছর
অষ্টম শ্রেণীRs. ৮০০ প্রতি বছর

ADVERTISEMENT

শিক্ষাশ্রী স্কলারশিপের আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস

শিক্ষাশ্রী স্কলারশিপের আবেদন করার জন্য আপনাকে যে ডকুমেন্টগুলি আবেদন ফর্মের সাথে জমা করতে হবে সেগুলি হল,

  1. আধার কার্ড
  2. পারিবারিক আয়ের শংসাপত্র
  3. জাতি শংসাপত্র
  4. আবাসিক প্রমাণ (Address proof)
  5. পাসপোর্ট সাইজের ছবি
  6. স্কুল সার্টিফিকেট
  7. ব্যাংক অ্যাকাউন্ট তথ্য