Skip to content

পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্প: নাম সার্চ ও স্ট্যাটাস চেক করার পদ্ধতি

সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সূচিত একটি যোজনা যার মাধ্যমে নবম, দশম, একাদশ, এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়।

এই প্রকল্প World Summit-এ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে এবং ইউনাইটেড নেশনের তরফ থেকে Information Society অ্যাওয়ার্ড লাভ করেছে।

ADVERTISEMENT

এই আর্টিকেলটিতে আপনি পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের বেপারে নিচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন,

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

সবুজ সাথী প্রকল্পের তথ্য

প্রকল্পের নামসবুজ সাথী প্রকল্প
উদ্যোগকারিপশ্চিমবঙ্গ রাজ্য সরকার
প্রকল্পের সূচনা২০১৫
প্রকল্পের লক্ষ্যএকাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা
অফিশিয়াল ওয়েবসাইটwbsaboojsathi.gov.in

ADVERTISEMENT

সবুজ সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার নূন্যতম যোগ্যতা

সবুজ সাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য নূন্যতম যোগ্যতাগুলি হলো,

  1. ছাত্র অথবা ছাত্রীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী হতে হবে।
  2. ছাত্র অথবা ছাত্রীকে নবম, দশম, একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়তে হবে।
  3. ছাত্র অথবা ছাত্রীকে সরকারি স্কুল অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করতে হবে।

সবুজ সাথী প্রকল্পের লক্ষ্য

সবুজ সাথী প্রকল্পের প্রধান লক্ষ্যগুলি হল,

  1. ন্যূনতম উপার্জনকারী পরিবার থেকে আসা ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ। যে সকল ছাত্র-ছাত্রী যানবাহনের অভাবে স্কুলে যেতে পারে না, সাইকেল বিতরণের ফলে তারা সহজেই স্কুলে যাতায়াত করতে পারে।
  2. স্কুল ছেড়ে দিয়েছে এমন ছাত্র-ছাত্রীদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
  3. পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার হাল ফেরাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার  বিনামূল্যে সাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে।
  4. ছাত্র ছাত্রীরা যাতে অষ্টম শ্রেণীর পরেও পড়াশোনা চালিয়ে যাই তার জন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

ADVERTISEMENT

সবুজ সাথী প্রকল্পের উপভোগকরির নাম ও স্ট্যাটাস চেক করার পদ্ধতি 

সবুজ সাথী প্রকল্পের উপভোগকরির নাম ও স্ট্যাটাস চেক করতে,

ধাপ ১: সবুজ সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যান

‘Search Beneficiary’ বিকল্প
  1. প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট wbsaboojsathi.gov.in-এ যান।
  2. এরপর, মেনুতে ‘Reports’ সেকশনটি ক্লিক করুন।
  3. এরপর, ‘Search Beneficiary’ বিকল্পে ক্লিক করুন।
  4. একটি নতুন পেজ খুলে যাবে।

(Direct link to the page)

ধাপ ২: স্কুল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্বাচন করুন

সবুজ সাথীর ‘Search Beneficiary’ পেজ
  1. যে নতুন পেজটি খুলবে, সেখানে আপনার জেলা, ব্লক এবং স্কুলের নাম সঠিক ভাবে নির্বাচন করুন।
  2. এরপর, Bicycle Distribution-র ‘Phase’-টি সিলেক্ট করুন।
  3. এরপর, সঠিক শ্রেণি নির্বাচন করুন।
  4. এরপর, ‘Search a Beneficiery’ অপশনটিতে ক্লিক করুন।

ADVERTISEMENT

ধাপ ৩: নাম ও স্ট্যাটাস চেক করুন

  1. ছাত্র-ছাত্রীর নাম এবং তাদের স্ট্যাটাস আপনি স্ক্রিনে দেখতে পাবেন।
  2. ছাত্র-ছাত্রীর নাম আপনি লিস্টে সার্চ করতে পারেন।

এই ধাপগুলি অনুসরণ করলেই কিভাবে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সুযোগ-সুবিধা উপলব্ধ করা যাবে তা সহজেই অনলাইনে জানতে পারবেন।